মেগা বাজেট

বাংলাদেশ প্রতিদিন সম্পাদকীয় প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১১:৫৬

সাধারণ নির্বাচনের ছয় মাস আগে আজ জাতীয় সংসদে জাতির উদ্দেশে পেশ করা হচ্ছে ২০২৩-২৪ অর্থবছরের মেগা বাজেট। বিশ্ব অর্থনৈতিক মন্দা যখন দুনিয়ার সিংহভাগ দেশের মতো বাংলাদেশের ঘাড়েও বিষনিঃশ্বাস ফেলছে তখন অর্থমন্ত্রী ৭ লাখ ৬২ হাজার কোটিরও বেশি টাকার বাজেট পেশের দুঃসাহস দেখাচ্ছেন নির্বাচনের কথা ভেবে। এটি যেমন দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট তেমন সবচেয়ে ঘাটতি বাজেটও। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ছয় মাস পরই জাতীয় সংসদ নির্বাচন। বহুমুখী চাপের মুখে এ নির্বাচন সামনে রেখে জনগণকে সামান্য হলেও স্বস্তি দিতে চায় সরকার। এ জন্য সামাজিক নিরাপত্তাসহ বহুরকম নির্বাচনী কর্মসূচি থাকছে বাজেটে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের সম্ভাব্য ঘাটতি ধরা হতে পারে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হতে পারে ৪ লাখ ৩৫ হাজার কোটি টাকার। বিশাল আকারের রাজস্ব আদায়ে বাড়াতে হবে করের আওতা। এ জন্য নিম্ন আয়ের মানুষকেও করের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। সরকারের একাধিক মন্ত্রী ইতোমধ্যে বলেছেন, জাতীয় পরিচয়পত্র থাকলেই আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করা হতে পারে। তবে বিশ্লেষকরা এমন সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

৩০ কোটি টাকায় জলাবদ্ধতা দূর করতে চায় চসিক!

সমকাল | চট্টগ্রাম মেট্রোপলিটন
১ বছর, ৬ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us