দেশের অর্থনীতি বেশ কিছুদিন ধরে চাপের মধ্যে রয়েছে। বাজারে জিনিসপত্রের দাম চড়া। রপ্তানি খাত সংকটে। প্রবাসী আয়ে গতি কম। ডলার সংকটের মধ্যে টাকার দর ধারাবাহিকভাবে কমছে। গত এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভে পতন হয়েছে। রাজস্ব আয়ও কাঙ্ক্ষিত পরিমাণ হচ্ছে না। এদিকে সামনে জাতীয় নির্বাচন। রাজনৈতিক সরকারের নির্বাচনী ভাবনা থাকে। অন্যদিকে বাজেটের দিকে সজাগ দৃষ্টি রয়েছে আইএমএফের। আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত পূরণের জন্য সংস্কার পদক্ষেপ নিতে হবে বাজেটে। এসব পদক্ষেপ অনেক ক্ষেত্রে জনপ্রিয় নাও হতে পারে।
এমন ধরনের পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা জানাবেন তিনি। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যেসব পদক্ষেপ ঘোষণা করবেন, তার অনেকগুলো আইএমএফের শর্তের সঙ্গে সম্পর্কিত।
২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা ব্যয়ের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। ‘উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শীর্ষক বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখাসহ সামষ্টিক অর্থনৈতিক অবস্থায় ভারসাম্য রক্ষায় সরকারের কৌশল তুলে ধরবেন অর্থমন্ত্রী। থাকছে সংস্কারের ঘোষণা।