হাতিরঝিল রক্ষায় নাগরিক দায়িত্ব পালন করছি কি

দৈনিক আমাদের সময় খুরশীদ আলম প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১১:৩১

হাতিরঝিল ঢাকা শহরের বিনোদন স্পটগুলোর মধ্যে অন্যতম। শিশু থেকে বয়ঃজ্যেষ্ঠ নারী-পুরুষ, ধনী-দরিদ্র, সব শ্রেণির মানুষের বিনোদনের প্রাণকেন্দ্র হাতিরঝিল। সকাল-দুপুর-সন্ধ্যা হাতিরঝিলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের ভিড় প্রতিনিয়তই বাড়ছে। ছুটির দিনে বিশেষ করে উৎসবের দিনগুলোয় হাতিরঝিলে থাকে মানুষের উপচেপড়া ভিড়। শুধু বিনোদন নয়, কর্মক্লান্ত মানুষ এখানে ছুটে আসে একটু স্বস্তি ও বিশ্রামের আশায়। প্রশান্তি নিয়ে আবারও ফিরে যান তারা।


হাতিরঝিলের চারপাশ ঘিরে ফুল-ফলসহ নানা ধরনের সারি সারি গাছ। দুইপাশ দিয়ে সংযোগ সড়ক, ফুটপাত, ওয়াকওয়ে- যা মানুষের জীবনকে করেছে সহজ ও গতিময়। লেকের পাশে কিছুদূর পর পর মানুষের জন্য বসার সুব্যবস্থা। এখানে রয়েছে ছোট-বড় অনেক রেস্টুরেন্ট। আটটি ব্রিজ, কয়েকটি ওভারপাস, শিশুপার্ক, ১৩টি ভিউয়িং ডেক, বিভিন্ন ধরনের বাতি, ফুলগাছ, ঝোপঝাড়, হাতির রেপলিকা, খেলাপিপাসুদের জন্য দাবার কোট হাতিরঝিলকে সাজিয়েছে অন্যরূপে। মানুষ পাচ্ছে নান্দনিক জীবনের ছোঁয়া। পুরো প্রকল্পটি ঘুরে দেখার জন্য রযেছে চক্রাকার বাস। পানিপথে ভ্রমণের জন্য রয়েছে ওয়াটার ট্যাক্সি, লঞ্চ, স্পিডবোট ও নৌকা। সড়ক কিংবা পানিপথে প্রকল্পটি ঘুরে দেখার আনন্দ-অনুভূতি যেন অন্য রকম। সবকিছুকে ছাপিয়ে এখানে প্রকৃতি বিলিয়ে দিচ্ছে নির্মল বাতাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us