অর্থনীতিতে ৯ চ্যালেঞ্জ দেখছে এমসিসিআই

সমকাল প্রকাশিত: ২৯ মে ২০২৩, ০৮:৩১

সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, দুর্বল রেমিট্যান্স প্রবাহ, সরকারের রাজস্ব আদায়ে ঘাটতি, উন্নয়ন বাজেট বাস্তবায়ন কম হওয়া, চলতি হিসাবে বড় ঘাটতি, টাকার মূল্যমান কমে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়াই দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। এ ছাড়া বেকারত্ব পরিস্থিতি এবং বেসরকারি বিনিয়োগ কম থাকাও এখন গুরুত্বপূর্ণ দুটি চ্যালেঞ্জ।


চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার প্রতিবেদনে। রোববার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।


এমসিসিআইর ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক চাপগুলো কাটিয়ে উঠতে সরকার দ্রুত কিছু পদক্ষেপ নিয়েছে। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতি ঠিকভাবে সামাল দেওয়া, রাজস্ব আদায় বাড়ানো, অর্থনৈতিক কর্মকাণ্ডে বিদ্যুৎ ও গ্যাসের যথাযথ সরবরাহ নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষা বাড়ানোর জন্য সরকার থেকে আরও কিছু উদ্যোগ নেওয়া দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us