সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইমরান খান

চ্যানেল আই প্রকাশিত: ২৬ মে ২০২৩, ১১:৫০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য কমিটি গঠন করতে প্রস্তুত তিনি। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ভার্চ্যুয়ালি দেওয়া বক্তব্যে পিটিআই নেতা জানান, তিনি একদিনের মধ্যে কমিটি ঘোষণা করতে তৈরি আছেন।


তিনি বলেন, কমিটিকে সেনাবাহিনী যদি বোঝাতে পারে রাজনীতি থেকে ইমরান খান সরে গেলে দেশের কীভাবে ভালো হবে, তবে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। গত বুধবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)কে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে পাকিস্তান সরকার। তার এমন মন্তব্যের পর সেনাবাহিনীর সাথে আলোচনায় আসতে চাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। গত বুধবার দেওয়া ভার্চ্যুয়াল বক্তব্যে, তার দলের নেতা-কর্মীদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে এবং সময় অপচয় করে পিটিআইকে নিশ্চিহ্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন ইমরান খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us