ভিনিসিয়ুস এবং সবার কাছে ক্ষমা চাচ্ছি : তেবাস

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ মে ২০২৩, ১৬:৫৯

চলতি মৌসুমে দীর্ঘদিন ধরে লা লিগার ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। তবে বিলম্ব হলেও, সব মহল থেকে তরুণ এই ফুটবলার ইতিবাচক সাড়া পাচ্ছেন। তার সঙ্গে করা সর্বশেষ ভ্যালেন্সিয়া দর্শকদের আচরণ ছিল সীমাছাড়া। যার জন্য ইতোমধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে ক্লাব ও কয়েকজন সমর্থককে। এখন পর্যন্ত সাতজন গ্রেফতার এবং ক্লাবকে জরিমানা ও স্টেডিয়ামের একটি স্ট্যান্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপরই টনক নড়ল লা লিগা সভাপতি হাবিয়ের তেবাসের!


বর্ণবিদ্বেষের শিকার হয়ে ভিনিসিয়ুস অশ্রুচোখে মাঠ ছাড়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে হাল না ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার এমন কঠিন পরিস্থিতি মেনে নেতে পারেনি ফুটবলের সাবেক-বর্তমান তারকারা। কথা বলেছেন কোচ ও সংশ্লিষ্ট সব মহল। কিন্তু সবাই যখন ব্রাজিল তারকার পাশে দাঁড়িয়েছেন, তখন উল্টো তার দিকে তোপ দাগিয়ে সমালোচনার মুখে পড়েন লা লিগা সভাপতি। যার পাল্টা জবাব ভিনিসিয়ুস নিজেও দিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us