রাশিয়ার বেলগরোদ অঞ্চলে হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি সাঁজোয়া যানের ‘হামভি’ ছবি প্রকাশ করেছে মস্কো। যদিও বিষয়টি অস্বীকার করেছে ওয়াশিংটন। বিবিসির খবরে বলা হয়, সোমবার (২২ মে) ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগরোদ অঞ্চলে বড় ধরনের সশস্ত্র হামলা হয়।
বেলগরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ জানান, ‘অঞ্চলটিতে রাতভর হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তিগত যানবাহন, ঘরবাড়ি ও স্থাপনা। এ ছাড়া ড্রোন হামলাও হয়েছে।’
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, নাশকতাকারী গোষ্ঠী পিছু হটে আবার ইউক্রেনের ভূখণ্ডে ফিরে গেছে। হামলাকারীদের মধ্যে প্রায় ৭০ জনকে হত্যা করা হয়েছে।