You have reached your daily news limit

Please log in to continue


যশোরে কলেরার প্রাদুর্ভাব, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলছে স্বাস্থ্য বিভাগ

যশোরে কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন জেলা জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। গত চার মাস ধরে এ অবস্থা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করেছেন জেলা সিভিল সার্জন। এ অবস্থায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

স্বাস্থ্য বিভাগ বলছে, চার মাস আগে জেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। মার্চ মাসের শুরুর দিকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। এ অবস্থার কারণ নির্ণয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) শরণাপন্ন হয় জেলা স্বাস্থ্য বিভাগ। গত ৩১ মার্চ আইইডিসিআরের টিম যশোরে এসে কারণ অনুসন্ধান শুরু করে। টিমটি দুই সপ্তাহ ধরে রোগী, তাদের স্বজন, রোগী সংশ্লিষ্ট সদর ও চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পানিসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে। তাদের অনুসন্ধানে পৌরসভার সাপ্লাইয়ের পানি, ব্যক্তিগতভাবে বসানো সাবমারসিবল পাম্পের পানিতে কলেরার জীবাণু মেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন