ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে গত ২৬ এপ্রিল অপহৃত হয় ৩ বছরের এক শিশু। চকলেটের লোভ দেখিয়ে অপহরণের পর শিশুটিকে ২ লাখ টাকায় বিক্রি করে অপহরণকারীরা।
অবশেষে ওই শিশুকে গোপালগঞ্জ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-২। অপহরণকারী চক্রের মূলহোতা পীযুষ দম্পতিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক আনোয়ার হোসেন খান এসব তথ্য জানান।
মূলহোতা পীযূষ কান্তি পাল (২৯) ও তার স্ত্রী রিদ্ধিতা পালকে (২৫) ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
র্যাব জানায়, ওই দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গ্রুপ খুলে সন্তান বিক্রির বিজ্ঞাপন দিয়ে আসছিলেন। আসামি পীযূষ ও রিদ্ধিতা বিভিন্ন এলাকা থেকে শিশু অপহরণ করে ওই গ্রুপের মাধ্যমে বিক্রি করতেন।