স্মার্টফোন দৈনন্দিন জীবনের নিত্যসঙ্গী। তবে ঝড়-বৃষ্টি বা প্রতিকূল পরিবেশে সেলফোন ব্যবহার করাটা কঠিন। বিশেষ করে বৃষ্টির দিন স্মার্টফোন সুরক্ষিত রাখার জন্য সতর্কতা অবলম্বন করতে হয়। স্মার্টফোনকে বৃষ্টি থেকে সুরক্ষিত রাখার কিছু উপায় রয়েছে। সে বিষয়ে জানিয়েছে গ্যাজেটস নাউ।
প্রথমেই সেলফোনের জন্য ওয়াটারপ্রুফ বা পানি নিরোধক কেস ব্যবহার। বর্ষাকালে বাইরে চলাচলের জন্য এ ধরনের কেস খুবই উপকারী। দৈনন্দিন যাতায়াতে ব্যাগের ভেতর এমন একটি কেস সংরক্ষণ করা ভালো। পানি নিরোধক কেসিংয়ের পাশাপাশি বর্তমানে বাজারে সেলফোনের জন্য এয়ারপ্রুফ পাউচ পাওয়া যায়। এগুলো স্বচ্ছ হয়ে থাকে। ফলে পাউচে থাকলেও সেলফোন সহজে ব্যবহার করা যাবে। এমনকি বৃষ্টির মধ্যে ফোনকল এলেও পাউচের বাইরে থেকেই তা রিসিভ করা যাবে। আইপি ৬৭ বা ৬৭ রেটিংযুক্ত স্মার্টফোন পানির ঝাপটা ও ধুলাবালি থেকে সেলফোনকে সুরক্ষিত রাখে। তাই ডিভাইস কেনার সময় এ রেটিং যুক্ত সেলফোন সংগ্রহ করা ভালো। ফলে ভুলে পানির ঝাপটা লাগলেও ক্ষতি হবে না। বৃষ্টির সময় প্লাস্টিকের কভারও ব্যবহার করা যায়। তবে হাতের কাছে যদি কোনো কিছুই না থাকে তাহলে সাধারণ পলিথিন দিয়েও সেলফোন পেঁচিয়ে নেয়া যায়।