হোম অব ক্রিকেটে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রিকেটারদের উৎসব

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ মে ২০২৩, ২১:১৭

শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের আউটারে গত দুই সপ্তাহ ধরেই ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল। এই ম্যাচটি ঘিরে মিরপুরের হোম অব ক্রিকেটে ছিল সাজসাজ রব। দেশের সেরা ক্রিকেট মাঠে খেলতে পেরে দারুণ খুশি বিশেষ চাহিদাসম্পন্ন এই ক্রিকেটাররা।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দশটি দল নিয়ে আয়োজন করে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) ও বাংলাদেশের ইউনিসারভ প্রতিবন্ধী ক্রিকেট দলের (ইউডিসিটিবি) মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিসিএপিসি ৫৩ রানে ইউডিসিটিবিকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার, সেরা বোলার, সেরা ব্যাটার- সবাই বিসিএপিসির। ২২০ রান করে দলটির শাকিল হোসেন সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন। ১৪০ রান ও ১০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার মাহফুজুর রহমান। এছাড়া ১৭ উইকেট নিয়ে সেরা বোলার দ্রুপম পত্রনবিশ তীর্থ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us