ইসি সহযোগিতা চেয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী আশ্বাস দিয়েছে : ইসি সচিব

এনটিভি প্রকাশিত: ১৮ মে ২০২৩, ১৮:৪৭

পাঁচ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা আশ্বাস দেওয়া হয়েছে।


আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এতথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।


মো. জাহাংগীর আলম বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে এবং এ বিষয়ে সবাই নির্বাচন কমিশনকে আস্বস্ত করেছে, যে যার পক্ষ থেকে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।’


নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। এমন অভিযোগ উঠলে কী করা হবে—এমন প্রশ্নের জবাবে মো. জাহাংগীর আলম বলেন, ‘যদি কোনো ব্যক্তি নির্বাচন আইনের পরিপন্থি কোনো কাজ করেন, তাহলে তিনি যে বাহিনীরই হোন না কেন, তাকে আইনের আওতায় আনার জন্য নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us