নির্ধারিত সীমা থেকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক যুবককে থামায় পুলিশ। তবে জরিমানা ও গ্রেপ্তার এড়াতে ওই যুবক চালকের আসনে নিজের কুকুরকে বসিয়ে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন অদ্ভুত ঘটনার কথা জানিয়েছে কলোরাডো পুলিশ।
গাড়িটি থামিয়ে কাছে যাওয়ার পর এক পুলিশ কর্মকর্তা দেখতে পান, অভিযুক্ত যুবক চালকের আসন থেকে সরে যাচ্ছেন এবং সেখানে তিনি তার কুকুরকে বসাচ্ছেন।
যেখানে যুবককে আটকানো হয় সেখানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ৪৮ কিলোমিটার। কিন্তু ওই যুবক তখন তার গাড়িটি প্রায় ৮৫ কিলোমিটার বেগে চালাচ্ছিলেন।
এ ব্যাপারে পুলিশ বলেছে, ‘চালক তার কুকুরের সঙ্গে আসন পরিবর্তন করার চেষ্টা করেন…একজন এসপিডি কর্মকর্তা কাছে যান এবং পুরো বিষয়টি দেখেন।’