বিশ্বকাপ দল গঠনে যে ঘাটতি দেখছেন তামিম

সমকাল প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১৬:০২

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড সিরিজটা ২-০ ব্যবধানে জিতে শেষ করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে শেষের দিকে কিছুটা সংগ্রাম করতে দেখা গেছে এই সিরিজেও। শেষ ম্যাচে ১৩ ওভার বাকি থাকতেই দুইশ ছোঁয়া বাংলাদেশ দলীয় সংগ্রহ তিনশো ছুঁতে পারেনি। যেটার আক্ষেপ ঝরেছে অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে। সেই সঙ্গে ফুটে উঠেছে বাংলাদেশের ব্যাটিংয়ের ফিনিশিং দুর্বলতার বিষয়ও। ২০২৩ বিশ্বকাপের দল গঠনের পথে এখন পর্যন্ত এ জায়গাটিতেই ঘাটতি দেখছেন বাংলাদেশ অধিনায়ক। 


চেমসফোর্ডে সিরিজ জয় শেষে তামিম বলছিলেন, 'আমার কাছে মনে হয়, ব্যাটিংয়ে আরও ভালো করতে পারি। বিশেষ করে আজকের (রোববার) মতো পরিস্থিতিতে। প্রথম ২৫ ওভারে আমরাই বলতে গেলে দাপট দেখিয়েছি। ওভার প্রতি ছয়ের মতো করে রান তুলছিলাম। কিন্তু শেষটা ভালো করতে পারিনি। যে অবস্থায় ছিলাম, ৩০০ থেকে ৩১০ রান করা উচিত ছিল। এই একটা জায়গায় আমরা ভালো করতে পারি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us