গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা। মেয়র পদে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে পাঁচ জন দলীয় প্রতীকের পাশাপাশি তিন স্বতন্ত্র প্রার্থী বরাদ্দ পেয়েছেন টেবিল ঘড়ি, হাতি ও ঘোড়া।
মঙ্গলবার সকাল ১০টায় গাজীপুর নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সিটি করপোরেশন নির্বাচনে সব পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়।
প্রথমেই মেয়র পদে আটজন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দল সমর্থিত মোট ৫ জন প্রার্থীকে তাদের নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
অন্য ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র (বরখাস্ত) জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন প্রতীক হিসেবে পেয়েছেন ‘টেবিল ঘড়ি’।
বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহ নূর ইসলাম রনি বরাদ্দ পেয়েছেন ‘হাতি’ প্রতীক।
আরেক স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশীদ পেয়েছেন ‘ঘোড়া প্রতীক’।