পৃথিবীতে দু-ধরনের মানুষ আছে। একদল বেঁচে থাকার জন্য খায়, আর একদল আছে যারা খাওয়ার জন্য বেঁচে থাকে। এই সব ভোজনরসিকেরা মনে করেন, ভালো খাবার হলো আসল সুখের মূল রহস্য। তাদের দেখা সব দেশে সবকালেই পাওয়া যায়। তেমনই একদল ভোজনরসিকের দেখা মিলেছে চীনে।
দেশটিতে সাতজনের ওই দলটি রেস্তোরাঁয় গিয়ে এক বৈঠকে খেয়ে সাবাড় করেছে ৩০০টির বেশি কাঁকড়া, ৮০ কাপ ডেজার্ট, ৫০ বাক্স ডুরিয়ানের মাংস এবং অগণিত চিংড়ি। তাদের এই ভোজনযজ্ঞের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনলাইনে সৃষ্টি করেছে আলোড়ন। খবর- এপি।