‘হিট অফিসার’ নিয়ে সামাজিক প্রতিক্রিয়ার কারণ

সমকাল হেলাল মহিউদ্দীন প্রকাশিত: ০৯ মে ২০২৩, ০১:৩১

দুনিয়াজুড়ে বিচিত্র পেশাগত পদবি আছে। শুনলে মনে হবে ‘তওবা– এ রকম পদবিও থাকা সম্ভব?’ তথ্যপ্রযুক্তি খাতে এমন অনেক পদ-পদবি আছে, যেগুলো নিয়ে কর্মরতরাই হাসি-ঠাট্টা করতে ছাড়েন না। যেমন– চিফ গিক (প্রধান ঘেঁটু), প্যারানয়েড-ইন-চিফ (প্রধান ভুলধরা-বাতিকগ্রস্ত), এম্পেরর অব বিট-ল্যান্ড (বিট-রাজ্যের সম্রাট), সফটওয়্যার নিঞ্জানিয়ার বা ‘নিনজা’ ইঞ্জিনিয়ার। গুগলের প্রযুক্তি বিভাগের শীর্ষ পরিচালকের পদবি ‘সিকিউরিটি প্রিন্সেস’ (নিরাপত্তা রাজকন্যা)। প্রিন্সেস পদবির কারণে তাঁর নারী হওয়ার প্রয়োজন নেই। ‘সিকিউরিটি’ শব্দের কারণে লাঠি বা বন্দুক হাতেও পাহারা দিতে হয় না। পুরুষ মানুষ প্রিন্সেস? হ্যাঁ, ঠিক তাই! সব বিষয়কে সব সময় আক্ষরিক অর্থে নিতে হয় না।  সে অর্থে ‘চিফ হিট অফিসার’ অনেকটাই স্বাভাবিক পদবি। বাংলাদেশে এই প্রথম এই পদে একজনকে নিয়োগ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ঘটনাক্রমে তিনি ওই এলাকার বর্তমান মেয়রের কন্যা। তাঁর নাম বুশরা আফরীন।


অনেক বাংলাদেশি ‘চিফ হিট অফিসার’ পদটির নাম প্রথম শুনেছেন। স্বাভাবিকভাবেই ধরে নিয়েছেন– বিশ্বের আর কোথাও এ রকম কিছু নেই। কথা উঠেছে নিয়োগপ্রাপ্তের পড়াশোনা উন্নয়নশাস্ত্রে; আবহাওয়াবিজ্ঞানে নয়। এটি বোঝার ভুল। আবহাওয়াবিজ্ঞান, ভূগোল, সমাজবিজ্ঞান, উন্নয়ন পাঠ– সবই সম্পর্কিত বিষয়। বর্তমান সময়ে উন্নয়নবিদ্যা বহু বিষয়ভিত্তিক তথা মাল্টিডিসিপ্লিনারি এবং প্রায়োগিক। উন্নয়ন বিষয়ে পাঠ নিতে গেলে পরিবেশবিদ্যা-আবহাওয়াবিদ্যার পাঠও নিতে হয়। সে বিবেচনায় তাঁর উচ্চতর ডিগ্রিকে পদের সঙ্গে অসংগতিপূর্ণ মনে করার সুযোগ কম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us