আনচেলত্তিকে নিয়ে ‘আর কিছু শুনতে চান না’ রিয়াল সভাপতি

প্রথম আলো প্রকাশিত: ০৭ মে ২০২৩, ১৭:০৬

কোপা দেল রে জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদে একটি চক্র পূরণ হয়েছে কার্লো আনচেলত্তির। ২০২১ সালে মাদ্রিদের কোচ হয়ে ফিরে আসার পর সম্ভাব্য সব ট্রফিই জেতা হয়ে গেছে তাঁর। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার পাশাপাশি জিতেছিলেন ইউরোপিয়ান সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব ওয়ার্ল্ড কাপের ট্রফি। বাকি ছিল কোপা দেল রে। কাল রাতে ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারিয়ে সেটিও প্রাপ্তির খাতায় যোগ হয়েছে।


তবে রিয়াল যখন ২০২২-২৩ মৌসুমের প্রথম ট্রফি জয়ের উদ্‌যাপনে ব্যস্ত, আলোচনায় তখন আনচেলত্তির থাকা না-থাকার প্রসঙ্গও। আগামী বছর পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি আছে তাঁর। কিন্তু ব্রাজিল ও স্প্যানিশ গণমাধ্যমে প্রবল গুঞ্জন, ব্রাজিল কোচের দায়িত্ব নিতে রিয়াল ছাড়তে পারেন তিনি। সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ ৬৩ বছর বয়সী এই ইতালিয়ানকে কোচ বানানোর আগ্রহের কথা খোলামেলাই বলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us