‘চুরি’ করতে ৮ লাখ টাকায় চুক্তি

প্রথম আলো প্রকাশিত: ০৭ মে ২০২৩, ১১:০৬

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়্যার হাউস (গুদাম) থেকে প্রায় ৬০ কেজি মালপত্র অবৈধ উপায়ে বের করা হয়েছে। বিষয়টিকে ‘চুরি’ বলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ‘চুরি’ করতে আমদানিকারকের সঙ্গে আট লাখ টাকার চুক্তি করেন একজন ‘কাস্টম সরকার’। এ ঘটনায় গত মঙ্গলবার মামলা হলে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।


বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ ও বিমানবন্দরের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ও মামলার এজাহার সূত্রে এসব কথা জানা গেছে। বিমান বলছে, এ ঘটনায় তাদের ৮ থেকে ১০ লাখ টাকার রাজস্ব হারিয়েছে।


বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করে বিমান। এর অংশ হিসেবে বিভিন্ন এয়ারলাইনস ও যাত্রীদের লাগেজসহ নানা সেবা দেওয়ার পাশাপাশি আমদানি-রপ্তানিতেও সেবা দেয় বিমান। আমদানির ক্ষেত্রে বিভিন্ন এয়ারলাইনসের মাধ্যমে আসা পণ্য কার্গো ভিলেজের গুদামে জমা রাখা হয়। সেখান থেকে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের মাধ্যমে শুল্ক দিয়ে পণ্য খালাস করেন আমদানিকারক। গুদামে পণ্য রাখার জন্য নির্দিষ্ট হারে ভাড়া পায় বিমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us