You have reached your daily news limit

Please log in to continue


চার্লসের রাজ্যাভিষেকে নজর কাড়ল যে ৫ জিনিস

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেককে কেন্দ্র করে মাতোয়ারা ব্রিটেন। অপারেশন গোল্ডেন অর্বের দিকে নজর ছিল গোটা বিশ্বের। অবশেষে সম্পন্ন রাজ্যাভিষেক। রাজার হাতে রাজদণ্ড, স্বর্ণগোলক ও রাজকীয় তরবারিসহ একাধিক প্রতীকী ভূষণ তুলে দেওয়া হয়। মাথায় পরানো হয় রাজমুকুট। চোখ ঝলসে দেওয়া বর্ণাঢ্য় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের প্রায় ২ হাজার অতিথি।

ব্রিটিশ রাজের রাজ্যাভিষেকে সকলের নজর কেড়েছে ৫টি জিনিসি। জানেন সেগুলো কি কি? চলুন বার্তা সংস্থা এপি অবলম্বনে সংক্ষেপে জেনে নেওয়া যাক ৫টি জিনিসের নাম।

করোনেশন চেয়ার: ওক কাঠের তৈরি ৬ ফুট ৯ ইঞ্চি দীর্ঘ চেয়ারটি ১৩০৮ সাল থেকে প্রতিটি করোনেশনের অংশ। অর্থাৎ প্রায় ১ বছরের রাজ ঐতিহ্যকে স্পর্শ করবেন চার্লস। স্বাভাবিকভাবেই সেই চেয়ারের দিকে নজর সকলের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন