বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার সিতাই সীমান্তে সোমবার গভীর রাতে সিতাইয়ের চিত্রকূট সীমান্ত থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যদিও পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিএসএফের ৭৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। স্বর্ণের বারগুলো কাস্টমসের হাতে তুলে দেওয়া হবে বলে বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে।
দিনহাটার সিতাই সীমান্ত স্বর্ণ পাচারের করিডোর হয়ে উঠেছে কিনা, বিষয়টি গোয়েন্দাদের ভাবিয়ে তুলেছে। যদিও এই সীমান্তে এই প্রথম স্বর্ণের বার ধরা পড়লো বলে জানা গেছে।