ফুল তাজা রাখার ৭ নিয়ম

প্রথম আলো প্রকাশিত: ০২ মে ২০২৩, ১০:০৪

উপহার দিতে বা ঘর সাজাতে অনেকেই বেছে নেন তাজা ফুল। ফুলের ঘ্রাণ ও সৌন্দর্য মুহূর্তেই মন ভালো করে দেয়। কিন্তু তাজা ফুল ঘরে রাখার বড় সমস্যা হলো দুই দিন পরই ফুলের সতেজতা হারিয়ে যেতে শুরু করে। ফুলদানিতে রাখার পর একটু যত্ন নিলে প্রায় ১০ দিন পর্যন্ত ভালো থাকবে ফুল, জানান শুভেচ্ছা ফ্লাওয়ার স্টুডিওর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। জেনে নিন টুকটাক নিয়মগুলো।


১. তাজা ফুলের জন্য সবার আগে দরকার পরিষ্কার পানি। প্রতিদিন সম্ভব হলে দুবার করে ফুলদানির পানি বদলে দিন। সম্ভব না হলে অন্তত একবার। একই পানি বেশি সময় ধরে রাখলে ব্যাকটেরিয়া জন্মায়। পানি পাল্টালে ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ পায় না।


২. ফুলের পুরো কাণ্ডটি না কেটে লম্বা করেই পানিতে রাখুন। প্রতিদিন কাণ্ডটি ৪৫ ডিগ্রি কোণে অল্প অল্প করে কেটে দিন। পচা কাণ্ড এভাবে ফেলে দিলে ফুল বেশি দিন তাজা থাকবে


৩. ফুলদানিতে ফুল রাখার আগে পাতাগুলো ছেঁটে ফেলুন। কারণ, পাতা দ্রুত শুকিয়ে যায়। পাতা ছাড়া রাখলে ফুল বেশি দিন ভালো থাকে।


৪. সংরক্ষণ করতে চাইলে ফুলের কুঁড়ি বেছে নিন। এতে অনেক দিন ধরে তাজা ফুলের সৌরভ পাওয়া যাবে।


৫. আলো-বাতাস চলাচল করে, এমন জায়গায় ফুলদানি রাখলে ফুল ভালো থাকবে। ফুলদানি ঘরের ঠান্ডা জায়গায় রাখুন। তবে সরাসরি ফ্যান বা এসির বাতাস লাগে, রোদ আসে, এমন জায়গায় ফুল না রাখাই ভালো।


৬. সবজি বা পাকা ফলের কাছাকাছি ফুল রাখবেন না। পাকা ফল থেকে নির্গত ইথিলিন গ্যাসের প্রভাবে ফুল দ্রুত শুকিয়ে যায়।


৭. অনেকে ফুলের ওপর পানি স্প্রে করেন। এটা না করাই ভালো, কারণ এতে ফুল দ্রুত পচে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us