প্রতিবছর মে মাসে বার্ষিক ডেভেলপার সম্মেলন ('আই/ও সম্মেলন' নামে পরিচিত) আয়োজন করে গুগল। অনুষ্ঠানে নতুন পণ্যের ঘোষণার দিকে মুখিয়ে থাকেন গুগল ভক্তরা। এবারও ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে হবে গুগল আই/ও সম্মেলন। সেখানে নতুন পণ্য ও সেবার ঘোষণা দেবেন গুগলের সিইও প্রধান সুন্দর পিচাই ও বিভিন্ন বিভাগের প্রধানরা।
আই/ও ২০২৩ সম্মেলন কবে, কোথায়
গুগল ঘোষণা করেছে আগামী ১০ মে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে জনসমক্ষে এই সম্মেলন হবে। করোনা মহামারির পর এই নিয়ে দ্বিতীয় বারের মতো আই/ও সম্মেলনে আমন্ত্রিত ডেভেলপার ও সাংবাদিকরা সশরীরে অংশ নেবেন। ২০২০ সালে মহামারির কারণে শেষ মুহূর্তে সম্মেলন বাতিল করেছিল গুগল। ২০২১ সালে এই সম্মেলন হয়েছে পুরোপুরি ভার্চুয়ালি। গত বছর আবারও আগের মতো জন পরিসরে আই/ও সম্মেলন ফিরিয়ে আনা হয়েছে। অনলাইনে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার দেখা যাবে এই লিংকে।
যেসব ঘোষণা আসতে পারে
নতুন কোন কোন পণ্য আসতে যাচ্ছে, সেটি অবশ্য আই/ও সম্মেলনের আগে গুগল মুখ খোলে না। এবছরও গুগল কিছু বলেনি। তবে দীর্ঘদিন ধরে যারা গুগলের কর্মকাণ্ড অনুসরণ করেন এমন বিশ্লেষকরা আই/ও ২০২৩ সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন। তাদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গুগলের অগ্রগতি সম্পর্কে জানানোই হবে এবারের সম্মেলনের মূল লক্ষ্য। এছাড়া গুগল পিক্সেল ট্যাব, সাশ্রয়ী মূল্যের গুগল পিক্সেল ৭এ স্মার্টফোনের ঘোষণাও আসতে পারে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ঘোষণা দিতে যাচ্ছে গুগল, এটি প্রায় নিশ্চিত।