বিজ্ঞাপনে ক্লিক করলেও হ্যাক হতে পারে ফোন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩, ১১:৫৫

প্রতিনিয়ত হ্যাকাররা নতুন নতুন কৌশল বের করছে প্রতারণা করার। হ্যাকারদের যন্ত্রণায় স্মার্টফোন রক্ষা করা কঠিন হয়ে পড়েছে সাধারণ ব্যবহারকারীদের জন্য। এবার গুগল অ্যাডসের মাধ্যমে স্মার্টফোনে ভাইরাস প্রবেশ করাচ্ছে। এরপর ব্যবহারকারীর অজান্তেই চুরি করছে তার ব্যক্তিগত নানান তথ্য।


একটু খেয়াল করলেই দেখবেন যে কোনো ওয়েবসাইট খুললেই গুগল অ্যাডস দেখা যায়। হ্যাকাররা এখন এই বিজ্ঞাপনকেই হাতিয়ার করছে। এই লিঙ্কগুলোতে ক্লিক করলেই কোনো অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। আর তারই সঙ্গে ডিভাইসে ঢুকে পড়বে বাম্বলবি নামের একটি ম্যালওয়্যার। ব্যবহারকারীর ডিভাইসে ঢুকে ডেটা এবং ব্যাঙ্কের বিবরণ চুরি করাই লক্ষ্য।


সিকিওর ওয়ার্কসের একটি ব্লগ পোস্টে বলা হয়েছে, কাউন্টার থ্রেট ইউনিট বা সিটিইউর গবেষকরা দেখেছেন যে হ্যাকাররা গুগল অ্যাডসের সাহায্যে জুম, চ্যাটজিপিটি, সিগন্যালের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে অসংখ্য ভাইরাস ঢুকিয়ে দিচ্ছে।


একটি নকল ওয়েবসাইটের মাধ্যমে হ্যাকাররা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। বাম্বলবি ম্যালওয়্যারের কারণে সিস্টেম আক্রান্ত হতে পারে। বাম্বলবি হ্যাকারদের একটি প্রিয় ম্যালওয়্যার, যা আগে ফিশিং লিঙ্কের আকারে মেইল বা মেসেজের মাধ্যমে পাঠানো হত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us