বাস-অযোগ্য শহরের তালিকায় ঢাকা বেশ কয়েক বছর ধরে শীর্ষ স্থানে রয়েছে। শুধু দূষিত আবহাওয়ার কারণে নয়, জীবনযাত্রার মাত্রাতিরিক্ত ব্যয়ের কারণেও স্বল্প আয়ের মানুষদের জন্য ঢাকা বাস-অযোগ্য হয়ে পড়েছে।
করোনা-পরবর্তী সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট উচ্চ মূল্যস্ফীতি শহরে বসবাস আরও ব্যয়বহুল করে তুলেছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই নিম্ন ও স্বল্প আয়ের মানুষ শহর ছেড়ে তুলনামূলক কম খরচের স্থান গ্রামে ফিরে যাচ্ছে।
সম্প্রতি ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০২১’ (এসভিএস) প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে দেখা যায়, ২০২০-এর তুলনায় ২০২১-এ গ্রামে স্থায়ী বসবাসের পরিমাণ বা হার বেড়েছে।