মুকেশ অম্বানীর ব্যক্তিগত যাপন নিয়ে উৎসাহ আছে অনেকেরই। ‘অ্যান্টিলিয়ার’ অন্দরমহল থেকে সম্পত্তির পরিমাণ— অম্বানীদের নিয়ে শেষ নেই কৌতূহলের। সম্প্রতি অম্বানীকে নিয়ে একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। ধনকুবের নাকি খাদ্যরসিক! বয়স ৬০ পেরিয়েছে। বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, খাওয়াদাওয়ায় এমনিতে বেশ নিয়ম মেনে চলেন।
পরিমাণে কম হলেও খেতে তিনি ভালবাসেন। চাইলে প্রতি দিনই দেশ-বিদেশের বড় বড় রেস্তরাঁর খাবারের স্বাদ নিতে পারেন। কিন্তু মুকেশ মুম্বইয়ের একটি রেস্তরাঁর নিয়মিত গ্রাহক। ওই রেস্তরাঁর খাবার ছাড়া তাঁর নাকি অন্য কিছু মুখে রোচে না।