নিজের সামাজিক অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলা কখনওই সহজ নয়। কারণ এর মধ্যে বেশ কয়েক বছরের ছবি, স্মৃতি ও বিভিন্ন এমন মিম রয়েছে, যেগুলো চাইলেই মুছে ফেলা সম্ভব নয়। আর ফেইসবুক, ইনস্টাগ্রামের মতো মেটা মালিকানাধীন বিভিন্ন সেবার অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলা একেবারে সহজ, বিষয়টি এমনও নয়।
এই সকল সেবা একই কোম্পানির মাধ্যমে পরিচালিত হলেও ব্যবহারকারীর মেটা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট মুছে ফেলার কোনো একক কেন্দ্রীভূত উপায় নেই। তবে, ভালো খবর হলো অনেক ক্ষেত্রে এইসব অ্যাকাউন্ট মুছে ফেলা অতীতের চেয়ে সহজ হয়েছে। এই বিষয় নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।