পুরান ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য কাসিদা। রোজাদারদের ঘুম ভাঙানোর জন্য সেহেরির আগে গাওয়া হতো এই কাসিদা।
আশি বা নব্বইয়ের দশকেও অনেক সময় ঈদগাহে যাওয়ার আগে গাওয়া হতো এই বিশেষ ধরনের সংগীত। সম্প্রতি বিজ্ঞাপনী সংস্থা মোশন বাংলার নির্মিত কোওয়াক নামক একটি ব্র্যান্ডের অনলাইন বিজ্ঞাপনে সেরকমই একটি দৃশ্য দেখা গেছে।
বিজ্ঞাপনে দেখা যায় গায়ক দল ঢাকার রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে সংগীতের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। বিজ্ঞাপনের স্থিতিকাল কম হওয়ায় সম্পূর্ণ সংগীত শোনা যায়নি। পুরনো কাসিদার সঙ্গে ফিউশন করা হয়েছে কাজী নজরুল ইসলামের বিখ্যাত ঈদের গান-'ও মন রমজানের ওই রোজার শেষে'।