You have reached your daily news limit

Please log in to continue


ঈদে ব্যাংক বন্ধ তবু লেনদেন চলবে মোবাইলে

ঈদুল ফিতরের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকবে। এমনকি এজেন্ট ব্যাংকিং কার্যক্রমও থাকছে বন্ধ। তবে প্রবাসীরা তার শহর কিংবা গ্রামের আত্মীয়-স্বজনের কাছে টাকা পাঠাতে পারছেন অনায়াসে। ঈদের দিনেও টাকা পাঠাতে পারবেন। একইভাবে যেকোনও পরিমাণ লেনদেন করা যাচ্ছে—দেশের যেকোনও শহর বা গ্রাম থেকে যেকোনও গ্রামে বা শহরে। একেবারেই ব্যাংকিং লেনদেন। তবে এটি মোবাইলের মাধ্যমে। এই মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকরা খুব সহজেই ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে সব সার্ভিস পাওয়ার সুবিধা থাকায় ব্যাংকে যাওয়া এবং দীর্ঘ লাইনে দাঁড়ানোর যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। বর্তমানে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন। এছাড়াও মোবাইল রিচার্জ, ট্রেনের টিকিট, ফ্লাইট টিকিটসহ আরও অন্যান্য কাজ সহজেই করতে পারছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এখন সহজেই সাধারণ গ্রাহকরা অ্যাকাউন্ট খুলতে পারেন, আর অ্যাকাউন্ট খুলতে কোনও ফি লাগে না। তাৎক্ষণিকভাবে সব জায়গায় টাকা পাঠানো যায়। একইসঙ্গে কেনাকাটার বিল পরিশোধ, ঋণ সুবিধাসহ অনেক নতুন সেবা যুক্ত করা হয়েছে। এসব সেবার কারণে এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে অবদান রাখছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন