বাফুফের অনিয়ম অনুমোদন দেওয়া কাউন্সিলররা কোথায়?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ১৬:০০

ফিফার ৫১ পাতার রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দীর্ঘদিনের অনিয়মের খতিয়ান। যাতে ফেঁসে গেছেন সদ্য সাবেক হওয়া সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। ফিফা কর্তৃক তিনি নিষিদ্ধ হয়েছেন দুই বছরের জন্য। বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তারা সোহাগকে চাকরিচ্যুত ও আজীব নিষিদ্ধ করে নিজেদের গা থেকে অপরাধের দাগ মুছে ফেলার চেষ্টা করছেন।


ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীসহ অন্যদের ভাবখানা এমন যে, তারা ধোয়া তুলসি পাতা। সব দোষ সোহাগের। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ফিফার সিদ্ধান্ত জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোহাগকে আগলে রাখার আভাসই দিয়েছিলেন। বলেছিলেন- সোহাগের বিষয় নিয়ে তিনি ফিফার সঙ্গে কথা বলবেন। দুই দিনের মধ্যেই তিনি ইউটার্ণ নিয়েছেন।


প্রশ্ন হচ্ছে এই যে দীর্ঘদিন বাফুফেতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার জন্য কি আবু নাইম সোহাগ একাই দায়ী? এখানে আর কারো সম্পৃক্ততা নেই?


ফিফা সবচেয়ে বড় যে অভিযোগ খুঁজে পেয়েছে, সেটা আর্থিক অনিয়মের। বাফুফেতে আর্থিক যে কাজটি করে থাকে ফিন্যান্স কমিটি। যে কমিটির চেয়ারম্যান সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। যিনি দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী। চালান বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ।
অথচ তিনি ফিন্যান্স কমিটির চেয়ারম্যান থাকা অবস্থায় বাফুফেতে এই জালিয়াতি। এটা তার অজান্তে হয়েছে, তা মানছেন না কেউ। এমন কি বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনও কিছু জানতেন না- সেটাই মানতে নারাজ সবাই। তাহলে শেষ পর্যন্ত সোহাগ কেন বলির পাঠা হলেন? বাকিরা কি বেঁচে যাবেন?


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us