ইউক্রেনে হামলা চালানো অব্যাহত রাখায় কঠোর ভাষায় রাশিয়ার নিন্দা জানিয়ে যৌথ ঘোষণা দিয়েছেন জি-৭–এর পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে শক্তি প্রয়োগের ভয় দেখানো থেকে বিরত থেকে জাতিসংঘের নীতি ও উদ্দেশ্য সমুন্নত রাখতে চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জাপানের কারুইজাওয়া শহরে তিন দিনের বৈঠকের শেষ দিন আজ মঙ্গলবার সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭–এর পররাষ্ট্রমন্ত্রীরা এ যৌথ ঘোষণা দেন। এই সাত দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স, কানাডা ও ইতালি।
যৌথ ঘোষণায় তাইওয়ান প্রণালি বরাবর দেখা দেওয়া উত্তেজনার গ্রহণযোগ্য নিষ্পত্তিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এক চীন নীতি ও তাইওয়ান প্রশ্নে জি-৭–এর মৌলিক অবস্থানের কোনো রদবদল হয়নি। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখার জন্য উত্তর কোরিয়ার নিন্দা, শিনজিয়াং ও তিব্বতে মানবাধিকার লঙ্ঘন চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করে হংকংয়ে চীনের গণতন্ত্র সীমিত করার পদক্ষেপ নিয়েও উষ্মা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রীরা।