আল্লাহর নিকটবর্তী হওয়ার আমল ইতিকাফ

সমকাল মুফতি আতিকুর রহমান প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ০৯:৩১

আজ বিশতম রোজা। মাগফিরাতের শেষ দিন। মাগফিরাত বা ক্ষমা লাভের বিশেষ মুহূর্তগুলো ক্রমান্বয়ে প্রায় শেষ। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে নাজাতের দশদিন। আল্লাহতা‌য়ালা মাগ‌ফিরা‌তের দশ‌ দি‌নে বান্দা‌দের‌ ক্ষমা করেন, আর নাজাতের দশ দিনে জাহান্নাম থেকে মুক্তি ‌দেন। এজন্য রমজা‌নের শেষ দশ‌ দি‌নের গুরুত্ব অ‌নেক।


য‌দি রমজানের শেষ দশ‌দি‌নে জাহান্নাম থে‌কে নাজাত বা মুক্তি লাভ করা যায় তাহ‌লে সেটা হ‌বে পা‌র্থিব জীব‌‌নের সব‌চে‌য়ে বড় সফলতা। এই দশ‌ দি‌নে নাজাত লাভ কর‌তে প্রয়োজন বি‌শেষ কিছু আমল। যে আম‌লের মাধ‌্যমে বান্দা মহান আল্লাহর অ‌ধিকতর নিকটবর্তী হ‌তে পা‌রে। কেননা কা‌রও কাছ ‌থে‌‌কে ‌কিছু পে‌তে হ‌লে তার নিক‌টে আস‌তে হয়। আর মহান আল্লাহর নিকটবর্তী হওয়ার অন্যতম আমল হ‌লো ই‌তিকাফ। ইতিকাফ রমজানের শেষ দশদিনের বিশেষ এক আমল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us