ভারতের পাঞ্জাব রাজ্যে সরকারি কার্যালয়ে সকাল সাড়ে সাতটা থেকে কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মাসের শুরু থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবর দ্য ইকোনমিক টাইমসের
শনিবার পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এ নির্দেশনার কথা জানান। তিনি বলেন, পাঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২ মে থেকে সব সরকারি অফিস সকাল সাড়ে ৭টায় খুলবে ও বেলা ২টায় বন্ধ হবে। নতুন অফিসের সময় আগামী ১৫ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।
বর্তমানে পাঞ্জাব রাজ্যে সরকারি দপ্তরগুলোতে কার্যক্রম চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রাজ্যের সরকারি কর্মকর্তা–কর্মচারীসহ অনেকের সঙ্গে আলোচনার পর নতুন সময়সূচি নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্রীষ্মকালে অফিসের এ সময় পরিবর্তনের ফলে বিদ্যুতের চাহিদা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পাঞ্জাব স্টেট পাওয়ার করপোরেশন লিমিটেডের বরাত দিয়ে ভগবন্ত মান আরও জানান, দিনের বেলায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেলা দেড়টার পর শুরু হয়। যদি সরকারি অফিসগুলো বেলা দুইটায় বন্ধ হয়, তবে সর্বোচ্চ ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা কমবে।