সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার একমাত্র অপরাধ হলো, যারা আমাদের দেশকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের হাত থেকে নির্ভীকভাবে দেশকে রক্ষা করা।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশটা এখন নরকে পরিণত হচ্ছে।
মঙ্গলবার নিউইয়র্কে আদালতে শুনানিতে শেষে ফ্লোরিডায় ফিরে মার-এ-লাগোর বাসভবন থেকে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণ তিনি এ কথা বলেন। খবর- সিএনএন।
এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বোয়িং ৭৫৭ বিমানে ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ট্রাম্প।
২০১৬ সালে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধভাবে অর্থ দেওয়ার অভিযোগের মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে ট্রাম্প মঙ্গলবার নিউইয়র্কে যান। প্রায় দুই ঘণ্টা আদালতে ছিলেন তিনি। আঙুলের ছাপ দেওয়া ও ছবি তোলাসহ কিছু কার্যক্রমের পর আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিনি আদালত কক্ষে প্রবেশ করেন, অভিযোগ পড়ে শোনানো হয়, নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর তিনি নিজের গাড়িবহরে করে আদালত ছাড়েন।
আগামী ৪ ডিসেম্বর ট্রাম্পের উপস্থিতিতে এ মামলার শুনানি হবে।