আয়কর সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে ই-পেমেন্ট বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপন জারি হওয়ায় এখন থেকে আয়কর সংক্রান্ত সব লেনদেন অনলাইনের মাধ্যমে পরিশোধে বাধ্যবাধকতা রয়েছে।
গত ২৬ মার্চ জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, উৎসে কর, অগ্রিম করসহ সব ধরনের করের ক্ষেত্র অনলাইনে পরিশোধ বাধ্য করা হয়েছে।