মিরপুরের বেনারসি পল্লি। প্রায় সব দোকানই ক্রেতা শূন্য। অলস সময় পাড় করছেন দোকানীরা। তাদের কেউ কেউ মোবাইলে ভিডিও দেখছেন, আবার কেউ করছেন গল্প।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করে দেখা গেলো, বলার মতো কোনো দোকানেই বেচাকেনা নেই। এই অবস্থায় হতাশা প্রকাশ করলেন ব্যবসায়ীরা। সাত রোজা চলে গেলেও বেচাকেনা শুরু হয়নি।
জামদানি কালেকশনের স্বত্বাধিকারী সুমন জাগো নিউজকে বলেন, ভেবেছিলাম মেট্রোরেল হওয়ার পর ক্রেতা বাড়বে। কিন্তু তা হয়নি। কোনো বিক্রি হয়নি, আজকেও দুপুর ১২টা পর্যন্ত ক্রেতা নেই। তাই ছোট ভাইকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। ১৫ রোজার পর দোকান জমলে ঢাকায় নিয়ে আসবো।
তিনি বলেন, এখানে ৫০০ টাকা থেকে শুরু করে ১২শ টাকায় শাড়ি মেলে। এবার সবচেয়ে কম দামের শাড়ির দোকানে বিক্রি কম, বড় দোকানেও কাস্টমার নেই।
ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসে বিক্রি হয় বেনারসি পল্লিতে। এবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে এই মার্কেটমুখী হচ্ছেন না ক্রেতারা। আগামী মাসের শুরুতে কিংবা ক্রেতাদের পকেটে বেতন-বোনাস ঢুকলে কিছুটা কেনাকাটা বাড়বে।