ঘরের বাইরে যাওয়ার আগে অনেক নারী মেকআপ করে থাকেন। মেকআপ করা প্রায় প্রতিটি নারীর শখ।
এটি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। আর চোখে কাজল লাগানো মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এই কাজল লাগানোর ফলে চোখ সাধারণত খুব সুন্দর ও বড় দেখায়। ঘর থেকে বেরোনোর সময় সাজগোজের করার সময় থাকে না অনেকের কাছেই।
তখন চোখে একটু কাজল লাগিয়েই সেজে নেন অনেক নারী। কিন্তু কাজল লাগানোর সময় অনেকেই কিছু ভুল করেন। আর তার জেরে হয়তো চোখের কাজল ঘেঁটে যায়। তাই চোখে কাজল লাগানোর সময় কী কী ভুল এড়িয়ে চলবেন। প্রথমে আপনার চোখের রং বুঝে সেই অনুযায়ী সঠিক শেড ও ফর্মুলা বেছে নিন।