দেশে বিদ্যুতের চাহিদা সবচেয়ে কম থাকে শীতকালে। সেখান থেকে বাড়তে শুরু করে মার্চে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা উঠেছিল ১৩ হাজার ৬৬২ মেগাওয়াটে। অন্যদিকে চলতি বছরের মার্চে এখন পর্যন্ত সর্বোচ্চ চাহিদা উঠেছে ১২ হাজার ৯২৬ মেগাওয়াটে।
দিনভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ১ মার্চ দেশে উৎপাদন পর্যায়ে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১০ হাজার ৪৯০ মেগাওয়াট। একই বছরের ৭ মার্চ এ চাহিদা ছিল ১১ হাজার ৪২৪ মেগাওয়াট। ২০২২ সালের ১৫ মার্চ দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ১৭০ মেগাওয়াট। আর গত বছরের ২৭ মার্চ এ চাহিদা ছিল ১৩ হাজার ১০৮ মেগাওয়াট। অন্যদিকে এ বছরের ১ মার্চ উৎপাদন পর্যায়ে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১১ হাজার ৮৯২ মেগাওয়াট। ৭ মার্চ এ চাহিদা ছিল ১১ হাজার ৫৬৮ মেগাওয়াট। ১৬ মার্চ দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৯২৬ মেগাওয়াট। ২৩ মার্চ এ চাহিদা ছিল ১১ হাজার ৭৪২ মেগাওয়াট।