রাজশাহীতে গত কয়েক বছরের ব্যবধানে ব্রোকারেজ হাউজ বেড়েছে। গত দুই বছর আগেও রাজশাহীতে ব্রোকারেজ হাউজ ছিল মাত্র ৮টি। বর্তমানে সেটি বেড়ে হয়েছে ১৬টি। ব্রোকারেজ হাউজ বাড়লেও বাড়েনি বিনিয়োগকারী। এমনকি কমেছে বিও অ্যাকাউন্টের সংখ্যা।
ব্রোকারেজ হাউজ কর্তৃপক্ষ বলছে, বাজার ভালো না থাকার কারণেই রাজশাহীর বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। গত এক বছরে অন্তত এক-তৃতীয়াংশ বিনিয়োগকারী কমে গেছে। আরও পড়ুন: দিশেহারা বিনিয়োগকারীরা, ব্রোকারদের বিস্ময় রাজশাহীতে বর্তমানে সরকারি প্রতিষ্ঠান আইসিবিসহ মোট ১৬টি ব্রোকারেজ হাউজের শাখা রয়েছে।