রাহুলের রাজনৈতিক ভবিষ্যৎ কী

সমকাল প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ০৯:৩১

ভারত তথা উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্ম রাহুল গান্ধীর। তাঁর বাবা রাজীব গান্ধী, দাদি ইন্দিরা গান্ধী এবং প্রমাতামহ জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তাদের রাজনৈতিক উত্তরসূরি রাহুলও দেশটির সর্বোচ্চ ক্ষমতায় আসীন হবেন, এমনটাই মনে করা হতো এক সময়। সাম্প্রতিক সময়ে সেই সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে আসছিল, তবে তা অসম্ভব মনে হয়নি কারও। এর মধ্যেই তাঁকে আদালতে দণ্ডিত এবং লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে, তা নিয়ে হিসাবনিকাশ শুরু হয়েছে।


নিম্ন আদালতের রায় বহাল থাকলে ভারতের জনপ্রতিনিধি আইন অনুযায়ী মোট ৮ বছর ভোটে দাঁড়াতে পারবেন না কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল। দুই বছর জেলে কাটানোর পরও ৬ বছরের জন্য ভোটে লড়তে পারবেন না। অর্থাৎ ২০৩১ সালের আগে নির্বাচনে লড়তে পারবেন না তিনি। ততদিনে তাঁর বয়সও হবে প্রায় ৬০ বছর। বতর্মানে ৫২।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us