মক্কায় বৃষ্টিপাত ও সৌদিজুড়ে বজ্র-ধুলিঝড়ের পূর্বাভাস

সমকাল প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ১৪:৩০

সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দেশটির সিভিল ডিফেন্স মহাপরিচালকের কার্যালয় জানিয়েছে, আজ শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত কিছু কিছু অঞ্চলে বজ্র ও ধুলিঝড়ের পূর্বাভাস পাওয়া গেছে।


রাজধানী রিয়াদসহ আল-খার্জ, আধাম, মক্কা অঞ্চলে মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাত হতে পারে। জেদ্দা ও রাবিগ অঞ্চলেও বৃষ্টি ও ঝড়ো হাওয়া এবং ধুলিঝড় দেখা দিতে পারে।


তায়েফ, মায়াসান, আধাম, আল-খুরমাহ. আল-আরদিয়াত, তুরবাহ, রানিয়া, আল-মুয়ায়াহ, কিয়া, খুলাইস, আল-কামিল, আল-জুমুম, বাহরা, আল-লিথ এবং আল-কুনফুদাহ শহরে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us