উগো লরিস অবসরে চলে যাওয়ায় এখনও কাউকে অধিনায়ক করেনি ফ্রান্স। কোচ দিদিয়ের দেশমও আনুষ্ঠানিকতার আগে কিছুই বলতে চাচ্ছেন না। তবে ফরাসি দলের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, নেতৃত্বে কিলিয়ান এমবাপ্পে যুগে প্রবেশ করছে ফরাসি দল।
জানা গেছে, পিএসজি তারকা জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। তার আগে দেশমের সঙ্গে আলোচনা করে সব কিছু পাকাপোক্তও করে নেওয়া হয়েছে।
জাতীয় দলে এমবাপ্পেকে কেন্দ্র করেই যেহেতু ফরাসীরা আক্রমণের পসরা সাজায়। তাই এমবাপ্পের হাতে নেতৃত্ব-ভার থাকাটা অবিশ্বাস্য নয়। এরই মধ্যে পিএসজিতে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ রবিবার অধিনায়ক ব্রাজিলের মার্কুইনহোসের অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছেন। যদিও ওই ম্যাচে রেনের কাছে হার দেখেছে পিএসজি। সব কিছু ঠিক থাকলে ফ্রান্সের অধিনায়ক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট শুক্রবার। ইউরো বাছাইয়ে সেদিন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স।