গত সপ্তাহে বেশ সকালেই একটি ফোন পাই এক সিনিয়র শুভার্থীর কাছ থেকে। এত সকালে আমি ঘুম থেকে আজকাল উঠতে পারি না। ঘুম ঘুম চোখে হ্যালো বলতেই ওদিক থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর। তার জিজ্ঞাসা, আজকের কাগজ দেখেছেন? আমি বললাম, না। ঘুম থেকে উঠে পড়ব।
তিনি বেশ উদ্বেগের কণ্ঠে বললেন, আমাদের ব্যাংকগুলোর অবস্থা কী? প্রশ্ন করেই বললেন, আজ আমেরিকায় দ্বিতীয় একটি ব্যাংক ব্যবসা বন্ধ করল। আগের (২০০৮) একটি ব্যাংকের ঘটনা ধরলে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ব্যাংক ধস। ২০০৮ সালে বন্ধ হওয়া ব্যাংকের নাম ছিল ‘ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংক’। এবার প্রথমে যে ব্যাংকটি লালবাতি জালাল, তার নাম ‘সিলিকন ভ্যালি ব্যাংক’। কয়েকদিনের মাথায় দ্বিতীয় যে ব্যাংকটি এবার লালবাতি জালাল, তার নাম ‘সিগনেচার ব্যাংক’। বিশাল স্টোরি এসব ধসের ওপর।