এক তরফা ভোটে সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগ সমর্থিতদের জয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ০৯:২৮

বিএনপি সমর্থিত আইনজীবীরা ভোট দিতে না আসায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতরা পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন।


সমিতির সভাপতি হিসেবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির এবং সম্পাদক হিসেবে একই প্যানেলের আব্দুন নুর দুলাল পুর্নর্নিবাচিত হয়েছেন।


ব্যাপক হাঙ্গামা, হট্টগোল, পুলিশের পিটুনির মধ্যে বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়।


বৃহস্পতিবার গভীর রাতে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ভোটের ফলাফল ঘোষণা করেন।
হট্টগোল-ধাক্কাধাক্কির মধ্যে সুপ্রিম কোর্ট বারে হল ভোট
ঘোষিত ফলাফলে দেখা যায়, মো. মোমতাজ উদ্দিন ফকির পেয়েছেন ৩৭২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ২৯৩ ভোট। আরেক প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ পেয়েছেন ৫২ ভোট।


অপরদিকে সম্পাদক পদে আব্দুন নুর দুলাল পেয়েছেন ৩৭৪১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের রুহুল কুদ্দুস কাজল পেয়েছেন ৩০৯ ভোট।

সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। আর সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষসহ অপর সাতটি পদে আছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।


এবার নির্বাচন বর্জনের ঘোষণা না দিলেও সংঘর্ষ আর গণ্ডগোলের পর ভোট দিতে আসেনি বিএনপির আইনজীবীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us