You have reached your daily news limit

Please log in to continue


চীনের সামরিক বাহিনী হবে ‘ইস্পাতের মহাপ্রাচীর’, অঙ্গীকার শিয়ের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের সামরিক বাহিনীকে ‘ইস্পাতের মহাপ্রাচীরে’ রূপান্তরিত করার অঙ্গীকার করেছেন, যাতে এই বাহিনী বিদেশে চীনের স্বার্থ রক্ষা করতে পারে।  

চীনা পার্লামেন্টে ন্যাশনালা পিপল'স কংগ্রেসের সমাপনী বক্তব্যে তিনি সামরিক বাহিনীর রূপান্তর নিয়ে এই অঙ্গীকার করেন।

একইসঙ্গে শি দেশে বৃহৎ স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর জোর দেন।  
 
গেল সপ্তাহে শি জিনপিং তৃতীয়বারের মতো প্রেসিডেন্টের ক্ষমতা নিশ্চিত করেন। তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিতের পরপরই শি সেনাবাহিনীর দিকে নজর দিলেন।  

সম্প্রতি শি চীনের সবচেয়ে বেশি ক্ষমতাধর নেতার আখ্যা পেয়েছেন। এরপরও তার দেশ করোনা পরবর্তী পরিস্থিতি, ধীর অর্থনীতি, পশ্চিমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মতো চ্যালেঞ্জের সামনে রয়েছে।  

পার্লামেন্টে তিন হাজার অতিথির সামনে সোমবার শি বলেন, উন্নয়নের মজবুত ভিত্তি হলো নিরাপত্তা। স্থিতিশীলতা সমৃদ্ধির পূর্বশর্ত।  

উন্নত জাতীয় নিরাপত্তা ব্যবস্থা, উন্নত সরকার ব্যবস্থা এবং চীনের নতুন উন্নয়নের সঙ্গে নতুন নিরাপত্তা অবকাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন শি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন