কবি-সাহিত্যিকদের উক্তিতে বাঙালি আত্মঘাতী, বিশ্বাসঘাতক, অলস, ঘরকুনো ইত্যাদি নানা অপ্রিয় কথার উল্লেখ বারবার থাকলেও ‘বাঙালি দেশপ্রেমিক নয়’—এমন উক্তি হয়তো বেশি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বাঙালি যখন শুধু নিজের পরিবারের সুখের জন্য দেশের অর্থ পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলে তখন বাঙালির ‘দেশপ্রেমিক’ গুণটায়ও ভাটা পড়ে।
যদিও সবাই তা করছেন না, তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কিছু ব্যতিক্রম ছাড়া সুযোগ পেলে তল্পিতল্পা গুটিয়ে সবাই দেশ ছেড়ে চলে যাবে। কিন্তু কেন এমনটা হচ্ছে? এ প্রশ্নের সরল উত্তর হচ্ছে, দেশটা এখন বেশির ভাগ মানুষের আস্থার মধ্যে নেই। এত কষ্টার্জিত স্বাধীনতা এবং এত উন্নতির পরও দেশটা কেন মানুষের আস্থার মধ্যে নেই তাও কি আশ্চর্যের নয়? বিষয়টি নিশ্চয় বিশ্লেষণের দাবি রাখে।