শিগগিরই পাটপণ্য সবার হাতে হাতে পৌঁছাতে পারবো: পাটমন্ত্রী

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ১৯:৩৭

পাটপণ্যের প্রসার বাড়াতে দেশে ও বিদেশে আরও বেশি হারে পাটপণ্যের প্রদর্শনী করার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেছেন, সে দিন আর বেশি দূরে নয় যখন সরকারের সফল উদ্যোগের ফলে বহুমুখী পাটপণ্য সবার হাতে হাতে পৌঁছাতে পারবো।


রবিবার (১২ মার্চ) রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় পাট দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বহুমুখী বিক্রয় ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ, জেডিপিসির নির্বাহী পরিচালক মাহমুদ হোসেনেসহ অন্যান্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বস্ত্র মন্ত্রণালয থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় জানিয়েছে, ১২ থেকে ১৬ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এবার মেলায় ৭২টি উদ্যেক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তারা বহুমুখী পাটপণ্যের পসরা সাজিয়েছেন। বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তারা ২৮২ রকমের পাটপণ্য উৎপাদন করছেন। প্রদর্শনী পাটের প্রায় সব পণ্য রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us