গোড়ালির সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে অস্ত্রোপচার করালেন নেইমার। কাতারের দোহায় পিএসজি তারকার সফল অস্ত্রোপচার হয়েছে। রোববার কাতার স্পোর্টস হাসপাতাল ছাড়ছেন তিনি। কিছুদিন বিশ্রাম নিয়ে শুরু হবে পুনর্বাসন।
অপারেশন থিয়েটারে নেইমারের যাওয়ার আগে পিএসজি জানায়, চার মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এই মৌসুম শেষই বলা চলে।
আসপেতার হাসপাতালের চিকিৎসকরা ৩১ বছর বয়সী তারকার মাঠে ফেরার সম্ভাব্য সময় জানাতে পারেননি। তবে তারা আত্মবিশ্বাসী যে শুক্রবারের অস্ত্রোপচার ছিল সফল।
পিএসজির মেডিক্যাল টিমের উপদেষ্টা ও আসপেতার হাসপাতালের সহকারী পরিচালক হাকিম চালাবি বলেছেন, ‘নেইমার জুনিয়রের গতকাল অস্ত্রোপচার হয়েছে, এটা সফল ছিল। এখন তিনি খুব ভালো আছেন এবং হাসিখুশি। তার কোনও ব্যথা নেই এবং অস্ত্রোপচার করা চিকিৎসকরাও খুশি।’
রোববার ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল ছাড়ছেন নেইমার। চালাবি বলেছেন, কিছুদিন বিশ্রাম নেওয়ার পর তার ফিজিওথেরাপি শুরু হবে।