জনাব সাহাবুদ্দিন চুপ্পু দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উত্তরবঙ্গের মানুষের আশা-আকাক্সক্ষার পালে নতুন করে হাওয়া লেগেছে। ইতঃপূর্বে ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার এবং শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আমরা উত্তরবঙ্গের মানুষ যেমন আশায় বুক বেঁধেছিলাম, এবার পাবনার একজন জনদরদি মানুষ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমরা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছি।
কারণ, সারা দেশে উন্নয়নের জোয়ার বয়ে গেলেও আমাদের উত্তরবঙ্গ, বিশেষ করে পাবনা জেলা এ পক্ষত্রে শুভংকরের ফাঁকিতে পড়ে গেছে। ব্রিটিশ আমলের জেলা শহর এবং পাকিস্তান আমলের ১৭ জেলার একটি জেলা হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত ঢাকা-পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু করা হয়নি।