বিএনপির মানববন্ধনেও পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের

প্রথম আলো প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ০৮:১৭

ইউনিয়ন থেকে থানা, জেলা ও মহানগর হয়ে রাজধানীতে কয়েক ধাপে ‘পদযাত্রা’ কর্মসূচির পর এবার রাস্তায় মানববন্ধনে দাঁড়াবে বিএনপি। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে দলটি আজ শনিবার সারা দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগরে এই মানববন্ধন করবে। রাজধানীর দক্ষিণে যাত্রাবাড়ী থেকে শুরু করে উত্তরে টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।


এদিকে যথারীতি আজকেও ঢাকায় এবং জেলা পর্যায়ে বিএনপির পাল্টা ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ ও যুবলীগ। ঢাকায় দুটি সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ। আর ঢাকার বাইরে যুবলীগ সারা দেশেই জেলা পর্যায়ে আজ শনিবার শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।


এখন নির্বাচনব্যবস্থা নিয়ে প্রধান দুই দলের মূল বিরোধ। বিএনপি চাইছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, আর ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই নির্বাচন হবে। দল দুটি যার যার অবস্থানে অটল থেকেই পাল্টাপাল্টি কর্মসূচি অব্যাহত রেখেছে। এমন পটভূমিতে রাজপথে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকদের অনেকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us